ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৫৪ এএম, ৩০ এপ্রিল ২০১৭

পারিবারিক বিরোধের জের ধরে সাতক্ষীরার তালায় রফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে অপর এক যুবক।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিহরনগর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রফিকুল ইসলামকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের আলী গাজী ছেলে রফিকুল ইসলাম ও অহেদ আলী গাজীর ছেলে আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে এ ঘটনা ঘটেছে। রফিকুলকে অতর্কিতভাবে আলমগীর এলোপাতাড়ি কুপিয়েছে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এএম/পিআর