সাংসদ লিটন হত্যা মামলায় কাদেরকে প্রধান করে চার্জশিট দাখিল
চার মাস পর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক সাংসদ কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
রোববার বিকেল সোয়া ৬টার দিকে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন লিটন হত্যায় অংশ নেয়া চার কিলার আবদুল হান্নান, মেহেদী হাসান, শাহীন মিয়া, আনারুল ইসলাম রানা, প্রধান সহযোগী চন্দন কুমার সরকার, শামসুজ্জোহা ও সুবল কসাই।
এদের মধ্যে চন্দন কুমার সরকার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অন্য আসামিরা বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে।
এর মধ্যে মেহেদী হাসান, শাহিন মিয়া ও আনারুল ইসলাম রানার বাড়ি সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের উত্তর সমস কবিরাজটারি গ্রামে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতের কোর্ট ইন্সপেক্টর (জিআরও) মিজানুর রহমান মিজান জাগো নিউজকে জানান, আটজনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটের বিষয়ে আদালতের বিচারক পরবর্তীতে শুনানি করবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান জানান, সাংসদ লিটন হত্যার পর অধিকতর তদন্ত শেষে আটজনের জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া যায়। এর আগে আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত আসামিদের মধ্যে একজন পলাতক থাকায় তাকে ইন্টারপোলের সহায়তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন মনজুরুল ইসলাম লিটন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। পরদিন লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
সুন্দরগঞ্জের একটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে উন্মোচিত হয় সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল রহস্য।
এরপর গত ২১ ফেব্রুয়ারি আবদুল কাদের খানকে বগুড়া শহরের রহমান নগরের গরীব শাহ ক্লিনিকের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে থাকা অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবদুল কাদের খান।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা