ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:২৭ এএম, ০১ মে ২০১৭

সংবাদ প্রকাশের জেরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কমের মির্জাপুর প্রতিনিধি এসএম এরশাদকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

রোববার রাত ৯টার দিকে মাদক ব্যবসায়ী পোস্টকামুরী গ্রামের মৃত তারা মিয়ার ছেলে শহিদুল ইসলাম দোলন (৪২) মির্জাপুর উপজেলা সদরের কালিবাড়ি রোডস্থ জনপ্রিয় ভান্ডারের সামনে জনসম্মুখে ওই সাংবাদিককে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এ সময় স্থানীয় লোকজন দোলনকে ফিরিয়ে দেন। এ ঘটনায় সাংবাদিক এরশাদ রাতেই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে টাঙ্গাইল র্যাব ১২ সদস্যরা মির্জাপুরে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম দোলন ও মোজ্জাম্মেল হোসেনকে ১৩৫ পিস ইয়াবা ও ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। সংবাদটি ১২ মার্চ জাগো নিউজসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে প্রকাশ হয়। এ ঘটনার সাংবাদিক এরশাদকে হত্যার হুমকি দেয়া হয়।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন সাংবাদিককে হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরএআর/জেআইএম