প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকাকে হাতুড়ি পেটা
প্রেমের সম্পর্ক অস্বীকার করায় বাগেরহাটের মংলায় এক কলেজছাত্রীকে হাতুড়ি পেটা করা হয়েছে বলে তার প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আহত জাহানারা আক্তার হাসিকে (১৮) মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় সোমবার সন্ধ্যায় জাহানারার বাবা হারুণ অর রশিদ মংলা থানায় প্রেমিক অসীম ঘোষের (২৮) বিরুদ্ধে মামলা করেছেন। জাহানারা খুলনার রুপসা ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী এবং কালিকাবাড়ি গ্রামের হারুন অর রশীদের মেয়ে।
এই মামলায় পুলিশ অসীম ঘোষকে গ্রেফতার করেছে। অসীম একই উপজেলার দক্ষিণ কাইনমারী গ্রামের মন্টু ঘোষের ছেলে।
পরিবারের বরাত দিয়ে মংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহি বলেন, আট বছর আগে হারুণ অর রশিদের জমি লিজ নিয়ে পাশের দক্ষিণ কাইনমারী গ্রামের অসীম ঘোষ মাছ চাষ শুরু করেন।
এর সূত্র ধরে প্রায় ছয় বছর আগে হারুণ অর রশিদের মেয়ে জাহানারা আক্তার হাসির সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
রোববার রাত ১১টার দিকে জাহানারা তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে অসীমকে বাড়িতে ডেকে নেন। এ সময় তাদের দুজনের কথা কাটাকাটির একপর্যায়ে অসীম হাতুড়ি দিয়ে জাহানারার মাথায় আঘাত করে পালিয়ে যান।
পুলিশ রাতেই অসীমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে এসআই মঞ্জুর।
শওকত আলী বাবু/এএম/পিআর