ভৈরবে কালবৈশাখীর তাণ্ডব : ভেঙে পড়েছে বিদ্যুতের টাওয়ার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের টাওয়ারসহ শতাধিক বাড়িঘর, গাছপালা ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে গেছে। সোমবার রাতের ঝড়ে আশুগঞ্জ- সিরাজগঞ্জ লাইনের বিদ্যুতের টাওয়ার ভৈরব এলাকায় ভেঙে পড়েছে। এছাড়া ঝড়ের সময় বিদ্যুতের তারে জড়িয়ে বাবুল ( ৫৬) নামে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। আহতের মধ্য চারজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলা শহর এলাকাসহ সাতটি ইউনিয়নের প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ শহীদুল্লা কায়সার কলেজের টিন উড়ে গেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভৈরব এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের সময় ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কমপক্ষে ১৫টি গাছ ভেঙে পড়লে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সারারাত চেষ্টা করে মহসড়কের রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে আজ মংগলবার ভোরে যানবাহন চলাচল শুরু হয়।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ভৈরবে কালবৈশাখীর ঝড় শুরু হয়। ঝড় শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্য ভৈরবের বিদ্যুতের টাওয়ারটি ভেঙে পড়ে। এই টাওয়ারটি আশুগঞ্জ থেকে সিরাজগঞ্জ বিদ্যুত লাইনের ১৩২ কেভি সঞ্চালন লাইন বলে বিদ্যুত বিভাগ জানায়। ঝড়ের সময় উপজেলার সম্ভুপুর এলাকায় একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পরলে বাবুল নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। কালিকাপ্রসাদ এলাকায় কয়েকটি বাড়ির টিনের চালা গাছে গিয়ে আটকে রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভৈরবের বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলকাছ উদ্দিন বলেন, শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে কবে নাগাদ শহরের বিদ্যুৎ চালু হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/পিআর