ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ০৯:১০ এএম, ০২ মে ২০১৭

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ষে ফরহাদ হোসেন ফটিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সদর উপজেলার দরুন এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন ফটিক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামের মরহুম তমছের আলী ব্যাপারীর ছেলে।

car-accident

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পাবনায় যাচ্ছিল। এ সময় বাসটি উপজেলার দরুন এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকা মেট্রো-গ-২০-৪৯৪৬ নম্বরের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রী ফরহাদ হোসেন ফটিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম