ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০২ মে ২০১৭

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কমিটির আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুর্তুজা বাবু ও ছায়েম হোসাইন এ কমিটি অনুমোদন দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মিঠু ও যুবলীগ নেতা শাখায়াত হোসেন রাজুসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। কমিটিতে আবদুল আলিমকে সভাপতি ও সালেহ আহমেদ লালু শেখকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, ভাটরা ইউনিয়নে কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমাবেশ করা হয়েছিল। সংগঠনকে গতিশীল করতে নতুন কমিটির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/এমএস