ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাতির হাতে দাদা খুন

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০১:১১ পিএম, ০২ মে ২০১৭

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির হাতে দাদা খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আবুল কাশেম (৭০) ডোমনমারা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম ও তার ভাতিজা রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে গতকাল সোমবার রাতে রমজান আলীর ছেলে হোসেন আলী ও জসিম উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জন মিলে তাদের দাদা আবুল কাশেমকে লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেয়।

গুরুতর আহতাবস্থায় তাকে নির্জন ঘরে ফেলে চলে যায়। মঙ্গলবার সকালে আশপাশের লোকজন আবুল কাশেমের ঘরের ভেতর অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সঞ্জিত সাহা/এএম/এমএস