ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পার্বতীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০২:৪০ পিএম, ০২ মে ২০১৭

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে মোছা. রেহানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় এলাকাবাসী পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। মৃত রেহানা পৌর শহরের লাগোয়া বড় হলদীবাড়ী গ্রামে অহিদুল হকের মেয়ে।

প্রতিবেশী রাইসুল ইসলাম জানান, দুপুর ১২টা থেকে নিখোঁজ হয় মোছা. রেহানা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বেলা ৩টার দিকে রেহানার মরদেহটি পানিতে ভেসে উঠে।

পার্বতীপুর পৌর সভার মেয়র মো. এ জেড মিনাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএম/এমএস