ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালিয়াজুরীতে ত্রাণের চালে অনিয়ম, বিক্ষোভ

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০২ মে ২০১৭

নেত্রকোনা জেলার খালিয়াজুরী সদর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মঙ্গলবার দুপুরে খালিয়াজুরী সদরে এ বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় ইউএনও’র মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর দুই শতাধিক কৃষকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার।

এছাড়া বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়সহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।

খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়ের নেতৃত্বে দেয়া ওই অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ মে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা সদরের সরকারি খাদ্যগুদাম চত্বর থেকে খালিয়াজুরী সদর ইউনিয়নের ১ হাজার ৬৭৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও টাকা বিতরণ করা হয়।

এ চাল ও টাকা বিতরণের সময় সহস্রাধিক পরিবারের মাঝে ৩৮ কেজি করে চাল দেয়ার নিয়ম না মেনে বালতি দিয়ে মেপে প্রতি পরিবারকে ৬ থেকে ৭ কেজি করে চাল কম দেয়া হয়।

বিতরণ কেন্দ্রের গেটে এসে পুনরায় ওজন মাপার মিটারে চাল মেপে কম দেয়ার বিষয়টি দেখার পর অসংখ্য মানুষ বিতরণে উপস্থিত থাকা কর্মকর্তাদের তা জানিয়েছেন।

কিন্তু কর্মকর্তাগণ ব্যাপারটিকে রহস্যজনক কারণে আমলে নেয়নি। পরে ভুক্তভোগীদের মাঝে আমানিপুর গ্রামের মিজান মিয়া, রবিকুল, মোখলেস মিয়া, মনির মিয়া, সমন আলীসহ সবাই ঘণ্টা দুয়েক বসে থেকে বিচার না পেয়ে কম চাল নিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ জাগো নিউজকে বলেন, খাদ্য গুদাম থেকে উত্তোলনের সময় ওজনে চাল কম দেয়া হয়েছে। তাই ভুক্তভোগীরা কিছুটা কম পেলে পেতেও পারে।

খাদ্য পরিদর্শক ইলিয়াস কাঞ্চন জাগো নিউজকে বলেন, গুদাম থেকে চাল কম দেয়া হয়নি। যথাযত ভাবেই চাল বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে, বিতরণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ ব্যাপারে কোনো কথাই বলেননি।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, অভিযোগপত্রটি খুব দ্রুত জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে।

কামাল হোসাইন/এএম/এমএস