ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০২ মে ২০১৭

তিনমাসের অন্তঃসত্ত্বা রুবি বেগমের হত্যাকারী স্বামী বাবলু মিয়াকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য টুকু মিয়া, লিটন মিয়া, উপজেলা বণিক সমিতির নেতা আব্দুস সাত্তার, শিক্ষক নাজিম উদ্দিন, নিহত রুবি বেগমের পিতা আব্দুর রহিম ও ভাই মানিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩০ এপ্রিল বিকেলে বাবলু মিয়া রুবি বেগমকে মারধর করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের তিনদিন অতিবাহিত হলেও ফুলছড়ি থানা পুলিশ নীরব ভূমিকা পালন করছে। পুলিশের এ ভূমিকায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

সেই সঙ্গে অবিলম্বে রুবি বেগমের হত্যাকারী স্বামী বাবলু মিয়া ও তার সহযোগিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল ফুলছড়ি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমএএস/এমএস