ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ৭

প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০২ মে ২০১৭

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুব আলম জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রতিবেদন (রাত ১১টা) লেখা পর্যন্ত উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আরিফ উর রহমান টগর/বিএ