ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় যুবকের জবাই করা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০৩ মে ২০১৫

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নে ছোবাহান খান (১৮) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৭টার দিকে একই ইউনিয়নের মল্লিক পাড়ার রফিকউদ্দিনের পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছোবাহান পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের নটাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক খানের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করি। লাশের গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে এবং একটি চোখ নেই। তবে ময়নাতদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।

রুবেলুর রহমান/এসএস/পিআর