‘যেন গোপালগঞ্জের সম্মান রাখতে পারি’
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীর তীরে গড়ে তোলা সানিয়াজান গুচ্ছগ্রামের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সানিয়াজান গুচ্ছগ্রামের শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগী আফরোজা বেগম (৩৫) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গোলাপ হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি গোপালগঞ্জের মেয়ে আপনিও গোপালগঞ্জের মেয়ে। আমি লালমনিরহাট জেলায় বউ হয়ে এসছি। আমার থাকার কোনো জায়গা ছিল না। আমি এই গুচ্ছগ্রামে আশ্রয় নিয়ে চার শতক জমি ও ১৫ হাজার টাকা ঋণ পেয়েছি, তা দিয়ে গরু ছাগল কিনে লালন পালন করছি। আপনি দোয়া করবেন, যেন গোপালগঞ্জের সম্মান রাখতে পারি।
প্রধানমন্ত্রীর উদ্ধোধন ঘোষণার পর লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রামের সংসদ সদস্য মোতাহার হোসেন সানিয়াজান গুচ্ছগ্রামের ফলক উম্মেচন করেন। লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রামের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম, লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, লালমনিরহাট পুলিশ সুপার শহিদুল ইসলাম, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক রঞ্জু প্রমুখ।
আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এ গুচ্ছগ্রামে সানিয়াজান নদীর তীরে গড়ে তোলা ৪০টি সুবিধাভোগী পরিবার আশ্রয় পেল। এ উপলক্ষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে গুচ্ছগ্রামে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। রং বেরংয়ের কাগজ, বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। চারদিকে যেন সাজ সাজ রব। এ যেন গুচ্ছগ্রামবাসীর মহাআনন্দ।
রবিউল হাসান/আরএআর/পিআর