ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা মেডিকেলে দালালের দৌরাত্ম্য

প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৩ মে ২০১৭

খুলনা বিভাগে মরণাপন্ন যেকোনো মানুষের উন্নত চিকিৎসার শেষ আশ্রয়স্থল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। জেলা ও উপজেলা সদর থেকে মুমূর্ষু যেকোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য বদলী করা হয় এ হাসপাতালে। তবে এখানেও রয়েছে চিকিৎসা সেবা প্রদানের সীমাবদ্ধতা আর দালালের দৌরাত্ম্য।

পাঁচশ শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা হাজারেরও বেশি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের চতুর্থ শ্রেণির একজন কর্মচারী জাগো নিউজকে বলেন, গ্রামাঞ্চল থেকে আসা রোগীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পড়ে যায় দালালের খপ্পরে। ৫শ থেকে এক হাজার টাকা হাতিয়ে নিয়েই ওষুধপত্র নেয়ার দোকান ঠিক করে দেয়। এরপর ডাক্তার দেখানোর নামেও হাতিয়ে নেয় আরো কিছু টাকা।

জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্রই রোগীকে উপরে তুলে দেয়ার নাম করে রোগীর স্বজনদের নিকট থেকে নেয়া হয় আরো একশ টাকা।

Medikcal

মেডিকেল কলেজ হাসপাতালের প্রত্যেকটি ফ্লোরে রয়েছে শত শত রোগী। যারা বিভিন্ন কারণে উপজেলা বা জেলা সদর থেকে বদলী হয়ে এসেছেন এখানে। সেবা নিতে আসা রোগীদের যেন আরেক ভোগান্তির শুরু।

যশোর ফুলতলা থেকে হাসপাতালে আসা রোগীর স্বজন পার্বতী রানী জানান, গত তিন দিন আগে ভর্তি করেছি এখনও বেড পায়নি। এমন বক্তব্য শুধু পার্বতীর নয় হাসপাতালে থাকা শত শত রোগী ও তাদের স্বজনদের।

তবে রোগীদের অভিযোগ কাঁধে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আনন্দ মোহন সাহা জাগো নিউজকে বলেন, হাসপাতালে ৫০০ বেড রয়েছে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগী যাদের চিকিৎসা প্রয়োজন তাদের যদি এখানে ভর্তি না করি তবে তারা যাবে কোথায়। তাদেরও চিকিৎসা প্রয়োজন। এটা নিয়ে আমাদেরও ভোগান্তির মধ্যে পড়তে হয় তবুও মানবিক কারণে চিকিৎসা দিয়ে যাচ্ছি।

দালাল দৌরাত্ম্যের বিষয়ে তিনি জাগে নিউজকে বলেন, হাসপাতালে জনবল সংকট রয়েছে। সবকিছুই দেখা সম্ভব হয় না। পুলিশ, র্যাবকে চিঠি পাঠানো হবে। তারা যদি একটু সহযোগিতা করেন তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল দৌরাত্ম্য দূর করা সম্ভব হবে।

এফএ/জেআইএম