ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৩ মে ২০১৭

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আনারুল ইসলামের হাতে ছোট ভাই ময়নুল ইসলাম নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ময়নুল ইসলাম বাদিয়াখালী ইউনিয়নের কিশামত গোপালপুর গ্রামের সমছের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। পরে বড় ভাই আনারুল ইসলাম ছোট ভাই ময়নুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ময়নুল ইসলাম মারা যান।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, নিহত ময়নুল ইসলামের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গাইবান্ধায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএএস/এমএস