ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২০ রোহিঙ্গা আটকের পর স্বদেশে ফেরত

প্রকাশিত: ১০:১৩ এএম, ০৩ মে ২০১৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকালে ২০ জন মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার দুপুরে উখিয়ার বালুখালী ও ঘুমধুম সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মুহাম্মদ আমিনুল ইসলাম জাগো নিউজকে জানান, সীমান্তবর্তী কাটা পাহাড় ও বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ জন মিয়ানমারের নাগরিককে আটক করে বিজিবি জোয়ানরা। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত তিন দিনে ৮৫ জন মিয়ানমার নাগরিককে আটকের পর স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবি।

সায়ীদ আলমগীর/এমজেড/আরআইপি