৮ বছর পর বাগেরহাট জেলা বিএনপির কমিটি
শীর্ষ পদে কোনো পরিবর্তন ছাড়াই বাগেরহাট জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে বাগেরহাট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।
তবে এবার জেলা বিএনপির কমিটিতে ১৯ জন সহ-সভাপতি ছয়জন যুগ্ম-সম্পাদক পদসহ সদস্য সংখ্যা বৃদ্ধি হওয়ায় জেলা বিএনপির বিবাদমান দুটি গ্রুপের অনেকেই নতুন কমিটিতে স্থান পেয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেছে দলের নেতা কর্মীকে আরও বেশি উজ্জীবিত করতে জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
ঢাকায় অবস্থানরত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ আরও বেশ কয়েকটি পদে কোনো পরিবর্তন ছাড়াই বাগেরহাট জেলা বিএনপির নতুন ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি এম এ ছালাম বলেন পুরাতন জেলা বিএনপির গুটি কয়েক নেতা কর্মীকে বাদ দিয়ে নতুন কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করে আগামী দিনে বাগেরহাটে জেলা বিএনপির কর্মকাণ্ড আরও গতিশীলভাবে পরিচালিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নতুন কমিটিতে আবারও সিনিয়র সহ-সভাপতি পদে শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক পদে আলী রেজাবাবু, যুগ্ম-সম্পাদক পদে খাদেম নিয়ামুল নাসির আলাপ, সাংগঠনিক সম্পাদক পদে মোজাফ্ফর রহমান আলমের নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়া জেলা বিএনপির পুরাতন কমিটির যুগ্ম-সম্পাদক খান মনির হোসেনকে বর্তমান কমিটির সহ-সভাপতি ও খাদেম নেয়ামুল নাসির আলাপকে তিন নম্বর যুগ্ম-সম্পাদক থেকে দলের এক নম্বর যুগ্ম-সম্পাদক পদ দেয়া ছাড়াও নতুন বেশ কয়েক জনকে জেলা বিএনপির নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে।
শওকত আলী বাবু/এএম