কটিয়াদীতে দুজনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ও মালিকখালী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, সকালে লোহাজুড়ি ইউনিয়নের পূর্ব চরপাড়াতলায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে নূর জাহান নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি পূর্ব চরপাড়াতলার নূরুল হকের মেয়ে।
নূর জাহান কটিয়াদী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া একটি মামলার ভিকটিম। হত্যার পর তাকে নদীতে ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশের।
এদিকে মানিকখালী রেল সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নূর মোহাম্মদ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান