গুদামে চাল কম, ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা
৪২ মেট্রিকটন চাল ঘাতটির অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্যাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হান্নান হঠাৎ ওই খাদ্যগুদামে গেলে ঘটনাটি ধরা পড়ে। পরে বিকেলে গুদামটি সিলগালা করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বিকেলে গোলাপবাগ সরকারি খাদ্য গুদামে পরিদর্শনে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে গোলাপবাগ সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী জানান, চাল ঘাতটি ও আবদুল্যাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, চাল ঘাতটির অভিযোগে মো. আবদুল্যাহর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আবদুল্যাহকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা