ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পলাশবাড়ীতে আগুনে পুড়ে গেছে দুটি ঘর

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ০৪ মে ২০১৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোববার রাত ৮টার দিকে একটি বসতবাড়ির দুটি হাফ বিল্ডিং টিনের ঘর ও ঘরের আসবাবপত্রসহ মালামাল আগুনে পুড়ে গেছে। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া গ্রামের আলহাজ মোকছেদ আলীর ছেলে হযরত আলীর বাড়িতে ওই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হযরত আলী জানান, তার স্ত্রী ঘরের পাশে ধান সিদ্ধ করছিলেন। এসময় হঠাৎ করে প্রবল বাতাসের বেগে  আগুন লেগে যায় ঘরে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে হাফ বিল্ডিংয়ের টিন শেড দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা অসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেড় ঘণ্টারও বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সুজা আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এমজেড/পিআর