ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে স্কুলছাত্রকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৭:৩৫ এএম, ০৬ মে ২০১৭

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে নেয়ামতউল্লাহ (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছেন এক সাবেক সেনা সদস্য।  শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সাবেক সেনা সদস্যর স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আহত নেয়ামতউল্লাহ কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর এলাকার চড়লক্ষ্মী গ্রামের নিজামউদ্দিনের সঙ্গে একই এলাকার সাবেক সেনা সদস্য সিদ্দিক বেপারীর জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে নিজামউদ্দিনের স্কুল পড়ুয়া ছেলে নিয়ামতউল্লাকে একা পেয়ে শুকবার রাতে সাবেক সেনা সদস্য সিদ্দিক বেপারী ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহত ছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই শিক্ষার্থীর পরিবার কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ওই সাবেক সেনা সদস্যের স্ত্রী নূরনাহার বেগমকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই সিদ্দিক বেপারী পলাতক রয়েছেন।

আহত ছাত্রের বড় বোন তামান্না বেগম বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে সিদ্দিক বেপারী। আমরা সিদ্দিক বেপারীর বিচার চাই।

এ বিষয়ে জানতে সিদ্দিক বেপারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপদ দাস বলেন, আমাদের স্কুলের ছাত্র নেয়ামতউল্লাহর ওপর হামলার ঘটনার সঠিক বিচার দাবি করছি। আমরা হামলাকারীকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি পালন করবো।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস