ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি কর্মীসহ গ্রেফতার ২৬

প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৪ মে ২০১৫

গাইবান্ধা জেলায় পুলিশের অব্যাহত অভিযানে নাশকতা মামলায় বিএনপির এক কর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত অপারেটর আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে জানান, নাশকতার মামলায় পলাশবাড়ী থানায় বিএনপির কর্মীসহ সদর, গোবিন্দগঞ্জ, সাঘাটা, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, মারপিটসহ অপরাধমূলক মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম,পরিচয় জানাতে পারেননি তিনি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় এক জনসহ ২৬ জন আসামি বিভিন্ন থানায় গ্রেফতার রয়েছেন।

পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

জেলায় পুলিশের গ্রেফতার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অমিত দাশ/এমজেড/পিআর