ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

প্রকাশিত: ১০:৪২ এএম, ০৬ মে ২০১৭

পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোনার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জাগো নিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনায় এই অভিযান চালানো হয়েছে। বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/এএম/আরআইপি