নেত্রকোনায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
পুলিশের বিশেষ অভিযানে নেত্রকোনার বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জাগো নিউজকে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনায় এই অভিযান চালানো হয়েছে। বিশেষ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কামাল হোসাইন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান