ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৬ মে ২০১৭

অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনে সব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।

স্থানীয় জানা যায়, শনিবার দুপুরে জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের উত্তর চরশ্যামাইল গ্রামের চাঁনমিয়া জমাদ্দারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ১২টি পরিবারের বসতঘরসহ ২০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আগুনে সব হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ সালাউদ্দিন লস্কর জানান, উত্তর চরশ্যামাইল গ্রামের চাঁনমিয়া জমাদ্দারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থলে যাই। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেন। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম