ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৬ মে ২০১৭

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুর্বণা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার প্রত্যাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রত্যাশী গ্রামের বাউলনন্দের বাড়ির আঙিনায় খেলার ছলে পুকুরে গোসল করতে গিয়ে রুবেল হোসেনের মেয়ে রুমা ও সুমন মিয়ার মেয়ে সুবর্ণা নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে শিশুদের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্য চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জাগো নিউজকে জানান, শিশু রুমা ও সুর্বণা হাসপাতালে আনার আগেই মারা গেছে।

ইকরাম চৌধুরী/আরএআর/আরআইপি