ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে স্ত্রীর হাতে স্বামী ও ছেলের হাতে বাবা খুন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৭ মে ২০১৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত শহিদ উল্লাহ (৩০) চরজুবলি ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের শাহ আলমের ছেলে।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, শহিদ ও তার স্ত্রী শরিফা খাতুনের মধ্যে বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছে। রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে শহিদের গলায় কোপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শরিফা।

আটকের পর তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ শরীফা বেগম, তার ভাই মো. নুর ইসলাম ও মামা মো. জমাদার মিয়াকে আটক করেছে।

এদিকে বেগমগঞ্জে ছেলের বিরুদ্ধে লাঠি দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান জানান, খাজুরতলা গ্রামের বেলায়েত হোসেন (৬০) ও তার ছেলে ইয়াসিনের মধ্যে পারিবারিক বিষয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বাকবিতন্ডার এক পর্যায়ে ইয়াসিন লাঠি দিয়ে বেলায়েতের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।

মিজানুর রহমান/এফএ/এমএস