ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরগঞ্জে ব্যাগভর্তি টাকা ছিনতাই : আটক ২

প্রকাশিত: ১১:২৭ এএম, ০৪ মে ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবু (২৩) ও দিনার (২৪) নামে দু’যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সদরের পল্লীবিদ্যুৎ জোনাল কার্যালয়-মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত টাকার পরিমাণ আড়াই থেকে সাড়ে ৩ লাখ। তিনি বলেন, আকিজ কোম্পানির টেরিটরি অফিসার (টিও) ফখরুল হাসান এবং আকিজের স্থানীয় কার্যালয় থেকে ডাইরেক্টর ইনচার্জ (ডিও) আসাদুজ্জামান পলাশ মোটরসাইকেলে করে টাকা জমা দিতে স্থানীয় ইসলামী ব্যাংক শাখায় যাচ্ছিলেন। পথে একদল ছিনতাইকারী পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করে মোটরসাইকেলসহ দু’জনকে রাস্তায় ফেলে দেয়। এসময় তারা ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। ঘটনার শিকার দু’জনকে সঙ্গে নিয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

অমিত দাশ/এসএস/আরআইপি