ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০৮ মে ২০১৭

সাতক্ষীরার কলারোয়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে সোহাগ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আরিচা ঘাটে তার মৃত্যু হয়।

নিহত সোহাগ হোসেন উপজেলার যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রোববার সকালে দুই ভাই রসুল ও সোহাগ হোসেনের মধ্যে বাঁশঝাড়ের কুঞ্চি ভাগাভাগি নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রসুল তার বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর