লালমনিরহাটে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ ও ভারতের সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য, মানবাধিকার বিষয় ও সীমান্ত বিষয় নিয়ে সম্প্রীতি পরিষদ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে লালমনিরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নুরুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সমন্বয়কারী শাহাবউদ্দীন খান লার্জ। আরো উপস্থিত ছিলেন আইনুন নাহার ও একেএম মোরশেদুল ইসলাম প্রমুখ।
সভা শেষে নুরল হক সরকারকে সভাপতি, আবু লোমানকে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।
রবিউল হাসান/এমএএস/আরআইপি