পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ী এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত ও এক ডাকাত গুলিবিব্ধ হয়েছেন। এসময় ডিবি পুলিশের ২ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার গভীর রাতে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত রইছউদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) ও জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে বাবু মিয়া (৪০)।
আহত ডাকাত বৈশাকু রমেশ (৫৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বলিহারপুর গ্রামের মৃত. নগেন চন্দ্রের ছেলে। অন্যদিকে আহত ডিবি পুলিশের কনস্টেবলরা হলেন, সেলিম হোসেন ও বজলুর রহমান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ৫/৭জনের একটি ডাকাত দল। এমন খবর পেয়ে ডিবি ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্নরক্ষার্থে পুলিশও গুলি চালালে দুই ডাকাত নিহত ও এক ডাকাত গুলিবিদ্ধ হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, ডাকাতদের প্রহারে ২ ডিবি কনস্টেবল আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি বন্দুক উদ্ধার করেছে।
এসএস/পিআর