ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ৯ ঘণ্টা যানচলাচল বন্ধ

প্রকাশিত: ১০:২৮ এএম, ০৯ মে ২০১৭

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনেক পুরোনো একটি তেঁতুল গাছ রাস্তায় উপড়ে পড়লে ৯ ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চাষকপাড়া এলাকায় ওই গাছটি উপড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সড়কে যান চলাচল শুরু হয়নি। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

Gaibandha

ঝড় থামার পর গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ গিয়ে সড়ক থেকে গাছটি সরাতে কাজ শুরু করে। ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের উপর গাছের ডালপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঝড়ে উপড়েপড়া গাছটি সড়ক থেকে সরাতে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। সকাল থেকে প্রায় ২২ জন ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ কাজ করছেন। আশা করছি দ্রুত ওই সড়কে যানচলাচল শুরু হবে।

Gaibandha

অপরদিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বালুয়া এলাকায় সকালে ঝড়ে একটি পুরোনো বটগাছ সড়কের উপরে পড়ে। পরে স্থানীয়রা গাছটি রাস্তা থেকে সরিয়ে ফেলে। এসময় ওই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এমএএস/পিআর