গোবিন্দগঞ্জে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বজ্রপাতে নব চন্দ্র (৩২) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কামদিয়া ইউনিয়নের পিয়ারগাঁও গ্রামে বজ্রপাতে তিনি মারা যান। নব চন্দ্র ওই গ্রামের বেমা চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। পরে আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। দুপুরে নব চন্দ্র ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নব চন্দ্রের মৃত্যুর বিষয়টি কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশায়েদ হোসেন চৌধুরী বাবলু নিশ্চিত করেছেন।
রওশন আলম পাপুল/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা