চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ও নাচোল উপজেলা জামায়াতের সাবেক আমির ইয়াহহিয়া খালেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ইাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছিরুদ্দীন জানান, জামায়াত নেতা ইয়াহহিয়া চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নাচোল বাসস্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি।
মোহাঃ আব্দুল্লাহ/এএম/এমএস