ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হঠাৎ কালবৈশাখীতে এলোমেলো সাতক্ষীরা

প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৯ মে ২০১৭

হঠাৎ কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে সাতক্ষীরার বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে হঠাৎ অন্ধকার হয়ে এসে শুরু হয় ঝড়। কিছুক্ষণ পর বৃষ্টি।

সাতক্ষীরার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের ওপর গাছ উপড়ে আবার ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়রা রাস্তার ওপর ওপড়ে পড়া গাছ অপসারণের চেষ্টা করছেন।

এদিকে, ঝড়ের কারণে সব থেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন আম ব্যবসায়ীরা। গাছের আমগুলো পড়ে গেছে। যে আম এখনো পাকার উপযুক্ত হয়নি।

আম ব্যবসায়ী ইদ্রিস আলী মোড়ল জাগো নিউজকে জানান, অনেক বড় ক্ষতি হয়ে গেলো। এ বছর প্রথম কালবৈশাখী ঝড় হলো আজ। আর ১০-২৫ দিন পর আম পাড়ার উপযুক্ত সময় হতো। কিন্তু তার আগেই গাছের আম সব পড়ে গেছে। খুব ক্ষতির সম্মুখীন হয়ে পড়লাম। অল্প দামে আমগুলো বাজারে বিক্রি করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের জাকির হোসেন বলেন, তাদের গাছের আমগুলোও সব পড়ে গেছে।

এদিকে, ঝড়ের কবলে পড়ে সাতক্ষীরা সদরের মহিলা কলেজ এলাকার একটি তেঁতুল গাছ মেইন রোডের ওপর ভেঙে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে সাতক্ষীরা-আশাশুনি সড়কের। মহিলা কলেজের স্টাফ ও স্থানীয়রা গাছটি অপসারণের চেষ্টা করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক জাগো নিউজকে বলেন, জেলার ৭টি উপজেলার পিআইওদের ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে প্রতিবেদন দেয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যে সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে সেসব এলাকায় যোগযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আকরামুল ইসলাম/এএম/এমএস