নোয়াখালীতে গাছ পড়ে ছাত্রীর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে গাছ পড়ে শারমীন জাহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের মীর্জানগর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত শারমীন জাহান একই গ্রামের দ্বীন মোহাম্মাদের মেয়ে ও স্থানীয় মীর্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় এলাকাবাসী জানায়, বেলা ১১ টার দিকে মীর্জানগর গ্রামের মুন্সি বাড়ির সামনে গাছ কাটছিল। এসময় গাছের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বড় গাছ শিশু শারমীন জাহানের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিজানুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪