ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশিত: ০২:১৮ এএম, ১০ মে ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে ৪৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পৌরশহরের উত্তর পৈরতলার মৃত লাল মিয়ার ছেলে মো. সোলাইমান (৩৫) ও কাউতলি এলাকার শেখ মো. গাজীর ছেলে মো. মামুন (২৩)। তারা দুজনই মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইনস্পেক্টর) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের উত্তর পৈরতলার উচু ব্রিজের সামনে থেকে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোলাইমানকে আটক করা হয়।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আশিক প্লাজার সামনে থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানিক দল।

তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি