ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে দুই হাজার বোতল ফেনসিডিল আটক

প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৫ মে ২০১৫

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজার সামনে সোমবার রাতে রোগী বহনের এ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে পুলিশ ২ হাজার ২শ বোতল ফেনসিডিল আটক করে। এসময় আটক করা হয় এ্যাম্বুলেন্সের চালক ওমর আলী ওরফে মুফাইকে।

মুফাই এর বাড়ি পাবনা জেলার আমিনপুরের নানদিয়া গ্রামে। তার পিতার নাম মৃত বরকত শেখ।

গোপন সংবাদের ভিক্তিতে ফরিদপুরের সিনিয়র এএসপি আমিনুর রহমানের নের্তৃত্বে মধুখালী থানা পুলিশ কামারখালী টোল প্লাজার কাছে অবস্থান নেয়। রাত ৮টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা-মেট্রো-চ-১৩-৮৩২৭) টোল প্লাজার কাছে পৌঁছালে পুলিশ এ্যাম্বুলেন্সের চালককে চ্যালেঞ্জ করে। চালক দ্রুত এ্যাম্বুলেন্স চালিয়ে চলে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। পরে এ্যাম্বুলেন্সে তল্লাশি করে অভিনব কায়দায় সিট কাভারের নিচে রাখা ২ হাজার ২`শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় এ্যাম্বুলেন্স চালক ওমর ফারুক ওরফে মুফাইকে আটক করা হয়।  

ফেনসিডিল আটকের বিষয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করা হয়। এসময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে এ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল চালান আনার কাজ করছে। এ কাজে ঢাকাসহ বেশকিছু জেলার মাদক ব্যবসায়ীরা জড়িত রয়েছে। আটককৃত ফেনসিডিলের মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা হয়েছে।

এসএস/পিআর