আশুগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভুল চিকিৎসায় জান্নাতুল ফেদৌস (১৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে উপজেলার নূর মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মন মিয়ার স্ত্রী। এ ঘটনায় ওই ক্লিনেকে উত্তেজনা বিরাজ করছে।
জান্নাতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রসব বেদনা নিয়ে আশুগঞ্জের নূর মেডিকেল সেন্টারে ভর্তি হন গৃহবধূ জান্নাত। প্রথমে নরমাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করানোর কথা বলা হলেও পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেরন ক্লিনিকের চিকিৎসক শাহানারা বেগম।
এরপর অস্ত্রোপচারের জন্য জান্নাতকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে গিয়ে অজ্ঞান (অচেতন) করা হয়। বাচ্চা প্রসব করানো হলেও ভুল চিকিৎসায় অস্ত্রোপচার কক্ষেই জান্নাতের মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
ভুল চিকিৎসার অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ডা. শাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটি সুস্থ রয়েছে। তবে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট নূর মেডিকেল সেন্টারে ডা. শাহানারা বেগম ও তার স্বামী আবদুল্লাহ্ আল মাহমুদ নজরুলের বিরুদ্ধে ভুল চিকিৎসায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিঁধা গ্রামের গৃহবধূ কুলসুম বেগমের (২২) মৃত্যুর অভিযোগ উঠে। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে মৃত্যুর ঘটনাটি রফাদফা করা হয়।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাঁস চুরি করেছেন ইউপি মেম্বারের ছেলে, জরিমানা করায় ৩ জনকে কুপিয়ে জখম
- ২ টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে জীবনদক্ষতা উন্নয়নে বুটক্যাম্প
- ৩ মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন অপহৃত ১৪ জেলে, জিম্মি ৬
- ৪ নওগাঁয় অন্যের জমি দখল করে বিএনপি প্রার্থীর দলীয় কার্যালয়
- ৫ লক্ষ্মীপুর যাচ্ছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা