পটুয়াখালী পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন
পটুয়াখালীতে পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পতাকা উত্তোলন, বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সহ-সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, পটুয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তারিকুজ্জামান মনি প্রমুখ।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর