ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতখানে চরবাসীকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৫ মে ২০১৫

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখান উপজেলার নেয়ামতপুর এলাকায় ১০ হাজার পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চরের বাসিন্দারা।

মঙ্গলবার সকালে নেয়ামতপুর কৃষক সমিতির ব্যানারে শত শত নারী-পুরুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে চরের বাসিন্দারা বলেন, তাদের ৫০/৬০ বছরে বাপদাদার ভিটা মাটি নেয়ামতপুর ইউনিয়ন রাক্ষুসে মেঘনা নদীর ভাঙনে কয়েক দফা ভেঙে যায় এবং আবার কয়েক বার জেগে উঠে। সর্বশেষ গত ১৯৯৭ সালে এই চর জেগে উঠার পর ভিটামাটি হারা ছিন্ন মূল পরিবারগুলো আবার ঘর বাড়ি নির্মাণ করে জমি চাষ করে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু, তাদের এই জমি একটি মহল দখলের উদ্দেশ্যে তাদেরকে চর থেকে উৎখাতের জন্য হুমকি দিচ্ছে। অসহায় চরবাসী তাই উচ্ছেদের হাত থেকে রক্ষা ও পৈত্রিক সম্পত্তি বুঝে পাওয়ার দাবি জানিয়েছেন। এর আগে তারা একই দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর ফেরদৌস আহম্মেদ।

এমএএস/আরআইপি