ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে বিপুল পরিমাণ পলিথিনসহ আটক ৬

প্রকাশিত: ০২:২৯ পিএম, ১০ মে ২০১৭

রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার দুটি কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিনসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা। বুধবার দুপুরে ব্যারেব পৃথক অভিযানে তাদের অাটক ও পলিথিন জব্দ করা হয়।

আটকরা হলেন পাংশা উপজেলার মৈশালা গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার দর্শনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. আব্দুর রশিদ, কালুখালী উপজেলার পায়কারা গ্রামের মৃত লিয়াকত মন্ডলের ছেলে মো. মাহাবুব, কালুখালী উপজেলার তেলিঝাউ গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মো. চান আলী একই এলাকার মো. আজিজ মোল্লার ছেলে খায়রুল মোল্লা, কুষ্টিয়া জেলার হারুরা এলাকার মো. আব্দুল লতিফের ছেলে মো. আজিবর রহমান।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো. রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শিল্পকলা একাডেমির বিপরীত দিকে এমআর ট্রেডার্স থেকে বিপুল পরিমাণ পলিথিনসহ তিনজনকে আটক করা হয়।

এরপর র‌্যাব সদস্যরা পৃথক অারেকটি অভিযান চালিয়ে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ এলাকায়। এ সময় একটি বাড়িতে থাকা পলিথিন কারখানা থেকে ২১০ কেজি তৈরি পলিথিন, ৯৮ কেজি কাঁচামাল এবং ৩৫০ কেজি পলিসহ আরও তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অাটক ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।

রুবেলুর রহমান/এএম/এমএস