ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কার্বাইড মিশ্রিত ৫০ মণ আম ধ্বংস

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ মে ২০১৭

সাতক্ষীরায় চালতেতলা বাজারে আমে কার্বাইড ও ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর সময় ৫০ মণ আম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব আমগুলো জব্দ করেন। তবে এ সময় আম মালিককে পাওয়া যায়নি। এ ঘটনায় দুই কর্মচারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার জগদীশ বিশ্বাস জানান, শহরের অদূরে বাটকেখালী, কুখরালী ও তার আশপাশ এলাকায় অপরিপক্ব আম ভেঙে কার্বাইড ক্যালসিয়াম মিশিয়ে পাচার করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালতেতলা বাজারে তপনের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। শ্রমিক শহিদুজ্জামান ও জাহিদ হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তবে আমের মালিক পারকুকরালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইলিয়াস হোসেন পালিয়ে যান। আমগুলো ট্রাকের চাকায় পিষ্ট করে ধ্বংস করার নির্দেশনা দেন বিচারক। এরপর আমগুলো ধ্বংস করা হয়েছে।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম