ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

প্রকাশিত: ১২:১২ পিএম, ১১ মে ২০১৭

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামকস্থানে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টার দিকে সদর উপজেলার কান্দিলা নামকস্থানে বঙ্গবন্ধু সেতুগামী মাছবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত ও হেলপার আহত হয়। আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ও নিহত চালককে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও নিহত চালকের নাম পরিচয় জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম