চারদফা দাবিতে গাইবান্ধায় গ্রাম পুলিশের স্মারকলিপি
ফাইল ছবি
চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমস্কেল ও রেশনিং ব্যবস্থা চালুসহ চারদফা দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখা।
দাবিগুলো হচ্ছে, চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমস্কেল প্রদান, রেশনিং ব্যবস্থা চালু, ২০১৩ সালে প্রণীত গ্রাম পুলিশ বাহিনীর খসড়া বিধিমালা কার্যকর করা ও যোগ্য দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ একাডেমি নির্মাণ।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবদুস ছাত্তার সরকার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, সদর উপজেলা শাখার সভাপতি আজাহার আলী, সুন্দরগঞ্জ শাখার সভাপতি আবদুল মতিন, সাদুল্লাপুর শাখার সভাপতি আবদুল করিম ও গোবিন্দগঞ্জ শাখার সভাপতি দীনেশ চন্দ্র প্রমুখ।
বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবদুস ছাত্তার সরকার বলেন, বর্তমানে গ্রাম পুলিশরা যে সামান্য পরিমাণ বেতন পান তা দিয়ে সংসার চলে না। কিন্তু গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ ৪১ প্রকার কাজে সাহসী ভূমিকা পালন করছি আমরা। তাই অবিলম্বে আমাদের দাবিগুলো পূরণ করতে হবে।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা