দিনাজপুরে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার
দিনাজপুরে ধানখেত থেকে মো. বাবলু (৫০) নামে রেলওয়ের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো বাবলু (৫০) দিনাজপুর রেলওয়ের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী এবং ইসলামবাগ রেলওয়ে কলোনী এলাকার মৃত আজিমউদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর এলাকার ধানখেতে একটি অজ্ঞাত পরিচয় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তার মরদেহ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন