দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের বিরলে শুক্রবার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছেন।
নিহতরা হলেন -উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিন বিষ্ণুপুর গ্রামের পানতুল্লহর ছেলে আতাবুর রহমান (৪০) ও ৮নং ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে আবুল কাশেম (৫৫)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের পানতুল্লাহর ছেলে আতাবুর রহমান শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে ডিস লাইনের তার টেলিভিশনে সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
এরপর সকাল ১০টায় ধর্মপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত ইছমাইল হোসেনের ছেলে আবুল কাশেম নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দুটি পৃথক অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন