ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:০৪ পিএম, ১২ মে ২০১৭

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, বিকেলে নয়াবিল বাজার এলাকার ভোগাই নদীর নৌকার ঘাটে একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ বেশ কয়েক দিন ধরে পানিতে ভেসে ছিল বলে এর বিভিন্ন অংশ পচে গেছে। এটি ভারতের সীমান্ত থেকে ভেসে আসতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

হাকিম বাবুল/আরএআর/পিআর