গোয়ালন্দে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহত
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লাল পতাকা বাহিনীর আঞ্চলিক প্রধান রফিকুল হাসান রকি ওরফে বাপ্পী ও তার সহযোগী লালন মোল্লা নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গম রাখালগাছি চর (পদ্মা নদীর চর) এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিতহ রকি ওরফে বাপ্পী পাবনা সদর উপজেলার ও লালন মোল্লা রাজবাড়ীর বরাটের বাসিন্দা।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, চরমপন্থীরা মিটিং করছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের দুর্গম পদ্মা নদীর চরে অভিযানে যায় র্যাব ৮ এর একটি দল। এমন সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় আধাঘণ্টা গুলি বিনিময় হয় র্যাব ও চরমপন্থীদের মধ্যে। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে সেখান থেকে বাপ্পী ও লালনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এ কে ২২ রাইফেল, দুইটি ওয়ান শুটারগান, ৬০ রাউন্ড গুলি, একটি রামদা ও ১ টি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস