নাসিরনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে জালাল মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের রস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল রস্তমপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে। এ ঘটনায় দুটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় রস্তমপুর গ্রামের কৃষক জালাল বাড়ির পার্শ্ববর্তী ধানি জমিতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সঙ্গে থাকা দুটি গবাদি পশুও মারা গেছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রচার ক্যাম্পে এগিয়ে ধানের শীষ-হাতপাখা, পিছিয়ে বাকিরা
- ২ গণভোট প্রচারে ইমামদের সহযোগিতা চাইলেন রিটার্নিং কর্মকর্তা
- ৩ ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ১০ যুবক নিখোঁজ, দিশেহারা পরিবার
- ৪ ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ারের বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- ৫ নির্বাচন ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা